সিকিম ভ্রমণ (ট্যুর গাইড)
শিলিগুড়ি থেকে আমাদের যাত্রা শুরু সিকিম যেতে হলে প্রথমে শিলিগুড়ি থেকে যেতে হবে। ঢাকা থেকে শিলিগুড়ি কিভাবে যেতে হয় তা আমাদের মোটামুটি সবারই জানা। তা নিয়ে আলোচনার না করলেও হয়। ১ম দিনঃ বাংলাবান্ধা - ফুলবাড়ি বর্ডার ক্রস করতে আমাদের দুপুর ২ টা বেজে যায়। শিলিগুড়ি SNT অফিস থেকে সিকিম যাওয়ার পারমিশন নিয়ে একটা শেয়ার ট্যাক্সিতে জনপ্রতি ২৫০ রূপিতে 5 জন গ্যাংটকের উদ্দেশ্য রওনা হলাম। পথে খাওয়া ৫০ রূপি। গ্যাংটক পৌছালাম প্রায় রাত দশটায়। তবে ড্রাইভার আপনাকে MG -Marg পর্যন্ত নামিয়ে দিবে না। নামিয়ে দিবে MG -marg er ২/৩ কিঃমিঃ আগে দেওরালি নামক একটি জায়গায়। (কারণ তাদের গাড়ি নাকি MG marg পর্যন্ত পারমিট নাই)। দেওরালি থেকে জনপ্রতি ৩০ রূপিতে চলে গেলাম সেই কাংখিত MG Marg এ। সময় লাগে ১৫ মিনিট এর মত। এরপর কয়েকটা হোটেল দেখে ৯০০ রুপিতে ৫ জনের জন্য ২ টা ডাবল বেডের একটা হোটেল নিলাম। এরপর ডিনার করে যখন হোটেল থেকে খেয়ে দেয়ে বের হই তখন ৪ বাংলাদেশির সাথে দেখা। কথাবার্তা বলে তারাও লাচুং আর ইয়ামথাং যেতে ইছছুক। অর্থ্যাৎ আমরা এখন ৯ জন মিলে লাচুং আর ইয়ামথাং যাবো। খরচ ১ম দিনঃ ১/ শিলিগুড়ি থেকে শেয়ার ট্যাক্সিতে- ২৫০ রূপি ...