রুংরাং এবং কির্স তং

রুংরাং এবং কির্স তং দুটি পাহাড়ের নাম। যা বান্দরবান জেলার অালীকদম উপজেলায় পড়েছে। রুংরাং অর্থ ধনেশপাখি। পাহাড়ীরা ধনেশপাখিকে রুংরাং বলে। রুংরাং পর্বতে অাগে প্রচুর ধনেশপাখি ছিলো। এখন খুব একটা চোখে পড়ে না।


কির্স তং চিম্বুক রেঞ্জের অন্তর্ভুক্ত এবং এবং কির্স তং চিম্বুক রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড়।
উচ্চতার দিক দিয়ে কির্স তং প্রায় ৩০০ ফিট উঁচু রুংরাং এর চেয়ে। কির্স তং এর আনুমানিক উচ্চতা ২,৯৫০ ফিট এবং রুংরাং এর উচ্চতা আনুমানিক ২,৬৫০ ফিট।

যাবার পথ অতি দুর্গম এবং কষ্টকর। দুর্বল, অসুস্থ্য এবং ভীতু লোকদের জন্য এই ট্যুর না। কারণ টানা ৪/৫ দিন হাঁটতে হবে। ভীতুদের জন্য না, কারণ একেবারে খাড়া কিছু পাহাড় পাড়ি দিতে হবে, যেখানে অসংখ্য টাইগার জোক (বড় অাকৃতির ডোরাকাটা জোক) কিলবিল করতে থাকে। তবে শীতকালে জোঁক অনেক কমে যায়।

Rung Rang and Kiss Tong

যেভাবে যাবেন-
ঢাকার গাবতলী থেকে সরাসরি দুটি বাস অালিকদম যায়। হানিফ এবং শ্যামলী। যেকোনো একটিতে উঠে পড়বেন।
অালিকদম নেমে সেখান থেকে অবশ্যই অভিজ্ঞ একজন গাইড নিতে হবে। সে-ই রাস্তা দেখিয়ে নিয়ে যাবে।
তিন রাত পাহাড়ীদের ঘরে থাকবেন। শুধু রাতের বেলা ভারি খাবার খাবেন। সকাল এবং দুপুরের জন্য অবশ্যই শুকনা খাবার যেমন: চিড়া, খেজুর, বাদাম কিশমিশ ইত্যাদি সাথে রাখবেন।
#চলুন_প্রতিজ্ঞা_করি, অামরা কোথাও ময়লা অাবর্জনা ফেলবো না। প্রকৃতি নষ্ট করবো না। পরিবেশ ঠিক রেখে চলবো।

Credit: Khabbab Ahmed


Comments

Popular Posts