"কমলদহ ঝরনা"- মিরশরাই, চট্টগ্রাম
পাহাড় দেখার উপযুক্ত সময় কিন্তু এই বর্ষা কাল। পা পিছলানোর ভয় থাকলেও ভাংগার ভয় নেই! শীত কালে পাহার থাকে রুক্ষ এবং বাদামী। আর এখন কেমন তাতো দেখতেই পাচ্ছেন। তাহলে আজি বেরিয়ে পড়ুন!
কিভাবে যাবেন?
দেশের যেকোন জায়গা হতে সোজা এসে বড় দারোগারহাট বাজারে নেমে উওর দিকে ৫০০ মি আগালেই ভাংগা দোকান (স্হানীয় নাম)। সেখান থেকে পূর্ব দিকে পথ ধরে রেল লাইন পার হয়ে আরও ৫০০ মি এগুলেই পাহারি ঝিরি পথের শুরু । এরপর ছরা পথ ধরে এগুতে থাক্লেই পেয়ে যাবেন গ্রামিন বাংলার আরেক লুকায়িত জলপ্রপাত!
দেশের যেকোন জায়গা হতে সোজা এসে বড় দারোগারহাট বাজারে নেমে উওর দিকে ৫০০ মি আগালেই ভাংগা দোকান (স্হানীয় নাম)। সেখান থেকে পূর্ব দিকে পথ ধরে রেল লাইন পার হয়ে আরও ৫০০ মি এগুলেই পাহারি ঝিরি পথের শুরু । এরপর ছরা পথ ধরে এগুতে থাক্লেই পেয়ে যাবেন গ্রামিন বাংলার আরেক লুকায়িত জলপ্রপাত!
লেখক: Fahim Ahmed
Comments
Post a Comment
Thank you for comment. After reviewing your comment it will be published.