বিছানাকান্দি, সিলেট
যেন বারবার ফিরে যেতে ইচ্ছা হয়
কিভাবে যাবেন:
ঢাকা থেকে ট্রেন/বাসে করে সিলেট, সেখান থেকে যেকোন সিএনজি রিজার্ভ করে পীরেরবাজার/হাদারপাড়, ১২০ টাকা করে প্রতিজন, সিএনজিতে ৫টা সিট থাকে। ২ জন গেলেও আপনাকে পুরো ৫ সিটের ভাড়াই দিতে হবে। আর রাস্তায় খাবার কিছু পাবেন না, তাই সাথে খাবার+পানি নিতে ভুলবেন না একটুও, পারলে ছাতা+ক্যাপ, পাওয়ারব্যাংক নিয়ে যাবেন।
পীরেরবাজার নৌঘাটে দেখবেন অফিসিয়াল চার্ট করা আছে নৌকা ভাড়ার। পীরেরবাজার থেকে বিছানাকান্দি ঘুরিয়ে আবার পীরেরবাজার নামিয়ে দিবে, ১৫৫০ টাকা করে সারাদিনের নৌকাভাড়া। এছাড়া আপনি যদি সাথে পান্থুমাই পাহাড়ের মায়াবতী ঝর্ণা দেখতে চান তবে ২১৫০ টাকা নৌকা ভাড়া (সঠিক মনে নাই)। তবে দামাদামি করতে ভুলবেন না যতই বলুক সরকার থেকে রেট করা, আর বলে নিবেন ওই টাকা বাদে আর কোন খরচ দিতে পারবেন না। নাহলে পরে ঝামেলা করবে অন্য ঘাটের চার্জ নিয়ে। আমরা ১৫০০ টাকা দিয়ে ওয়ানওয়ে ঠিক করেছিলাম। মানে পান্থুমাই পর্যন্ত গিয়েছি নৌকায় পরে ফেরত আসি নাই পীরেরবাজার। যাই হোক নৌকা ভাড়া করে বেরিয়ে পড়বেন অপরূপ সৌন্দর্যের উদ্দেশ্যে....
প্রায় ঘন্টা ১-২ লাগবে বিছানাকান্দি পৌঁছাতে, পথিমধ্যে গ্রামের দৃশ্য আর দূরের পাহাড় সত্যিই আপনাকে মুগ্ধ করবে।
তারপর আর কি বিছানাকান্দি পৌঁছে উপভোগ করুন প্রকৃতির এ সুন্দর দৃশ্য। তবে বেশি দেরি করবেন না। আর যদি পান্থুমাই যাওয়ার ইচ্ছা থাকে তো আরো না। সেখান থেকে বেরিয়ে আবার যাত্রা করুন পান্থুমাই এর উদ্দেশ্যে। নৌকায় ঘন্টা ১-২ লাগবে আরো।
পান্থুমাই যাওয়ার পথেও সব চেয়ে বেশি উপভোগ করতে পারবেন দুপাশের সৌন্দর্য আর আকাশ ছোঁয়া পাহাড়।
পান্থুমাই নেমে ওখান থেকে ছোট নৌকা ৫০ টাকা প্রতিজন, ২ জন ওঠা যায় সর্বোচ্চ একটা নৌকায় নিয়ে ঝর্নার কাছে যেতে পারবেন। যদিও ঝর্না বেয়ে বেশি উপরে উঠতে দিবে না বিএসএফ।
ঘোরারঘুরি শেষে ৩-৪টার আগে আবার নৌকায় ফিরে আসুন। ওরা আবার আপনাকে পীরেরবাজার ঘাটে নামিয়ে দিবে। সেখান থেকে আবার সিএনজি নিয়ে চলে আসুন সিলেট শহরে। এক্ষেত্রে বলে রাখা ভাল যে সিএনজিতে যাবেন তার সাথেই কথা বলে রাখবেন, নাহলে আসার সময় সমস্যায় পড়বেন। আর সন্ধ্যার পর এ রাস্তায় যাতায়াত না করাই উত্তম তাই আলো থাকতেই ব্যাক করবেন। তারপর আবার রাতের ট্রেনে ঢাকা...
ঘোরারঘুরি শেষে ৩-৪টার আগে আবার নৌকায় ফিরে আসুন। ওরা আবার আপনাকে পীরেরবাজার ঘাটে নামিয়ে দিবে। সেখান থেকে আবার সিএনজি নিয়ে চলে আসুন সিলেট শহরে। এক্ষেত্রে বলে রাখা ভাল যে সিএনজিতে যাবেন তার সাথেই কথা বলে রাখবেন, নাহলে আসার সময় সমস্যায় পড়বেন। আর সন্ধ্যার পর এ রাস্তায় যাতায়াত না করাই উত্তম তাই আলো থাকতেই ব্যাক করবেন। তারপর আবার রাতের ট্রেনে ঢাকা...
আমরা একদিনে বিছানাকান্দি-পান্থুমাই-জাফলং ঘুরে এসেছি। সরাসরি যোগাযোগ না থাকলেও ভেঙে ভেঙে যাওয়া যায়, একটু কষ্টদায়ক কিন্তু কম বাজেটে কম সময়ে সব ঘুরে আসতে গেলে এছাড়া উপায় নেই। কিভাবে একদিনে বিছানাকান্দি-পান্থুমাই-জাফলং ঘুরে আসা যায় সে বিষয়ে আরেকদিন লিখব। 😊
আপাতত আজ এ পর্যন্তই। আর অবশ্যই ওখানে গিয়ে পরিবেশ নোংরা করবেন না, প্লাস্টিক বোতল, প্যাকেট ফেলবেন না। সৌন্দর্য রক্ষার দায়িত্ব কিন্তু আপনারই...
Credit: Travelers of Bangladesh
Comments
Post a Comment
Thank you for comment. After reviewing your comment it will be published.